চট্টগ্রামে ৫২ মিলিমিটার বৃষ্টি

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে রাত নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। বৃষ্টি ও জোয়ারের পানিতে নগর ও বিভিন্ন উপজেলার নিচু এলাকা তলিয়ে গেছে। কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়েছে। ঘরবাড়ির টিন, চালা উড়ে গেছে।

চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে জাহাজ থেকে কনটেইনার লোড-আনলোড এবং ডেলিভারি স্বাভাবিক থাকলেও বহির্নোঙরে সিরিয়াল নিয়েও পণ্যখালাস না করে অনেক লাইটার জাহাজ নিরাপদ আশ্রয়ে চলে গেছে কর্ণফুলীর উজানে। সাগর উত্তাল হলে বিদেশি বড় জাহাজগুলোর ক্যাপ্টেনরা দুর্ঘটনার আশঙ্কায় ছোট জাহাজে পণ্য খালাস (লাইটারিং) বন্ধ করে দেন।

সূত্র জানায়, আনোয়ারায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে। হাটহাজারীর কিছু এলাকা প্লাবিত হয়েছে। নগরের আকমল আলী সড়কে ঝড়ো হাওয়ায় অনেক টিনের ঘরের চালা উড়ে গেছে। বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, রাত নয়টা পর্যন্ত ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পতেঙ্গায়। জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে ১-৩ ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top