চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১১

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১১১ জন। এ নিয়ে চলতি মাসে ১ হাজার ৫৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

রোববার (২৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন এর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৭১ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন রোগী।

তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ  মারা যাননি।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৪ জন। এর মধ্যে চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ১ হাজার ৫৬৯ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসেই মারা গেছেন ১৩ জন।

ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

Scroll to Top