চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদে মৃত্যুর ৪০ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে পিবিআই।
নিহত গৃহবধূর নাম আলফা শাহরিন (২৬)। তিনি বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী বাজারের দারোগা বাড়ির মৃত সিরাজুল মোস্তফার ছেলে মো. জাহেদুল মোস্তফার স্ত্রী এবং একই এলাকার নুরুল করিমের মেয়ে।
গত ৬ মে তিনজনকে আসামি করে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনাল-৭ এ একটি পিটিশন দায়ের করেন ভিকটিমের বাবা নুরুল করিম। আদালতের নির্দেশে গত ৭ মে পাঁচলাইশ থানা কর্তৃপক্ষ ওই পিটিশনটি এফআইআর হিসেবে গণ্য করে মামলা দায়ের করা হয়। এরপর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো শাখা।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) বায়েজিদ চালিতাতলী জামে মসজিদের পাশে দারোগা বাড়ি উঁকিল কবর স্থান থেকে লাশটি উত্তোলন করছে পিবিআই।
পিবিআই মেট্রো শাখার সহকারী পুলিশ সুপার এ কে এম মহিউদ্দিন সেলিম জানান কবর থেকে শাহরিনের লাশ তোলা হয়েছে। হত্যা বা দূর্ঘটনা কোনও তথ্যই উড়িয়ে দেওয়া হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই কিনারা হবে শাহরিনের মৃত্যু রহস্য।
চাটগাঁ নিউজ/এসএ