চট্টগ্রামে বিভিন্ন আসনে প্রার্থীদের মনোনয়ন ফরম জমা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে শেষদিনে উৎসবের আমেজে মনোনয়নপত্র জমা দিয়েছেন দ্বাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন দলের প্রার্থীরা। মিছিল-স্লোগান, শোডাউনে দিনভর মুখর ছিল রিটার্নিং অফিসারদের কার্যালয়ের আশপাশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থীরা। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে মহানগরী ও সংশ্লিষ্ট ছয়টিতে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার। জেলার ১০টি আসনে দায়িত্বে আছেন জেলা প্রশাসক।

রিটার্নিং অফিসার হতে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-১ থেকে মনোনয়ন জমা দেন ৮ জন, চট্টগ্রাম-২ থেকে ১৪ জন, চট্টগ্রাম-৩ থেকে ১০ জন, চট্টগ্রাম-৪ থেকে ৯ জন, চট্টগ্রাম-৫ থেকে ১০ জন, চট্টগ্রাম-৬ থেকে ৫ জন, চট্টগ্রাম-৭ থেকে ৬ জন, চট্টগ্রাম-৮ থেকে ১৩ জন, চট্টগ্রাম-৯ থেকে ৭ জন, চট্টগ্রাম-১০ থেকে ১২ জন, চট্টগ্রাম-১১ থেকে ৯ জন, চট্টগ্রাম-১২ থেকে ১০ জন, চট্টগ্রাম-১৩ থেকে ৭ জন, চট্টগ্রাম-১৪ থেকে ৮ জন, চট্টগ্রাম-১৫ থেকে ৯ জন, চট্টগ্রাম-১৬ থেকে ১৩ জন।

Scroll to Top