পড়া হয়েছে: ৭৫
লোহাগাড়া প্রতিনিধি: আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর পানির নীচ দিয়ে নির্মিত দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম বঙ্গবন্ধু টানেলের শুভ উদ্বোধন করতে চট্টগ্রামে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ বিকালে লোহাগাড়া উপজেলার পদুয়া স্টেশনে ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো: হারুন রশিদ।
ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মো : ওমর ফারুক এর সভাপতিত্বে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজামেল হক সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।