সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে অবৈধ গাড়ি চলাচল বন্ধ করা, মহাসড়কে রুট পারমিটবিহীন যান ও দ্বিতল বাস চলাচল বন্ধসহ ১৪ দফা দাবিতে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা দিনব্যাপী ধর্মঘট বুধবার বিকেল চারটার দিকে প্রত্যাহার করা হয়েছে।
প্রচণ্ড গরম এবং সার্বিক দিক বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। এর ফলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছিল। ধর্মঘটের কারণে কক্সবাজার, বান্দরবান জেলা ছাড়াও পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলা রুটেও বাস চলাচল বন্ধ ছিল।
চট্টগ্রাম দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুছা বলেন, “প্রচণ্ড গরমে দাবদাহ ও সার্বিক দিক বিবেচনা করে সকাল ৬ টা থেকে শুরু হওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব নির্ধারিত ধর্মঘট ২ ঘন্টা আগেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিকেল চারটার পর থেকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে।”
ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তির জন্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।