চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে বানৌজা নির্ভীক ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর কমোডর সোয়াডস কমান্ডের অধীনে ডাইভিং অ্যান্ড স্যালভেজ গ্রুপের তত্ত্বাবধানে ‘স্যালভেজ কর্মশালা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমোডর সোয়াডস কমান্ড কমডোর মো. মোস্তাফিজুর রহমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, ‘সমন্বয়ে সুরক্ষা নিশ্চিত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ কর্মশালার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি শাখার সদস্যরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি অংশীদার সংস্থাসমূহের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ডাইভিং ও স্যালভেজ বিষয়ে অধিকতর জ্ঞান লাভ করে।
যা দেশ ও দেশের বাইরে যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলা এবং জরুরি উদ্ধার অভিযানে সহায়ক ভূমিকা পালন করবে।
কর্মশালায় নৌবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং নৌ পুলিশসহ বিভিন্ন বেসরকারি স্যালভেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উলেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি শাখার সদস্যরা দেশের গণ্ডি পেরিয়ে জাতিসংঘ মিশনসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে উদ্ধার, স্যালভেজ ও ডুবুরি কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে।
চাটগাঁ নিউজ/এসএ