চট্টগ্রামে নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুতে রের্কড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনসহ গত এক মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮ জন এবং মারা গেছেন ১৬ জন। যা চলতি বছরের মাসের দিক থেকে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড।

শনিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ডেঙ্গু নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪ জনই সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যায়নি।

এ বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৩ জন। এর মধ্যে নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত ছিল ১ হাজার ২৮ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১ জনের। এর মধ্যে নভেম্বর মাসেই মারা গেছেন ১৬ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চলতি মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগকে সতর্ক করার পাশাপাশি প্রতিটি সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা প্রয়োজন বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top