চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ১২৮ রানে থেমে যায় দুর্দান্ত ঢাকা।
এর আগে টানা হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে দুর্দান্ত ঢাকার। আসর থেকেই ছিটকে পড়েছে তারা। অন্যদিকে খুলনা টাইগার্সও ছন্দে নেই। প্রথম চারটি ম্যাচ জেতার পর টানা পাঁচ ম্যাচে হেরেছে তারা। দুই দলই আজ হারের সেই জট খোলার লক্ষ্যে নেমেছে।
তবে হারের বৃত্তে ঘুরপাক খেয়ে টেবিলের তলানিতে থাকা দুর্দান্ত ঢাকা আজও ব্যর্থ হয়েছে। ব্যাট হাতে আশানুরূপ রান করতে পারেনি দলটির কেউই। অপরদিকে খুলনার হয়ে দারুণ বোলিং করেন ওয়েন পারনেল। পাশাপাশি মুকিদুল ইসলামের বোলিং নৈপুণ্যে অল্প রানেই থামতে হয় ঢাকাকে।
ঢাকার শুরুটা ভালো করতে পারেননি নাঈম শেখ। মাত্র ৫ রানে তিনি উইকেট হারান পারনেলের বলে। পরের বলেই বিদায় নেন সাইফ হাসান। আরেক ওপেনার অ্যাডাম রসিংটন কিছুক্ষণ লড়লেও ১৮ রানের বেশি করতে পারেননি। চারে নামা অ্যালেক্স রস কিছুক্ষণ থিতু হন। কিন্ত ২৫ করে রান আউট হন তিনি। একই রানে বিদায় নেন ইরফান শুক্কুরও।
শেষদিকে অধিনায়ক মোসাদ্দেক হোসাইনের ব্যাট থেকে কিছু রান আসে। ২৩ বলে তিনি করেন ২৬ রান। ১১ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন চতুরাঙ্গা ডি সিলভা।
খুলনা টাইগার্সের হয়ে দারুণ বোলিং করেন পারনেল। ৪ ওভারে ১৯ রান খরচায় তিনি নেন ৩ উইকেট। সমান উইকেট পান মুকিদুল ইসলামও। তিন খরচ করেন ১৮ রান।
চাটগাঁ নিউজ/এসবিএন