চাটগাঁ নিউজ ডেস্ক : দিনভর সাধারণ মানুষের গণভোগান্তি শেষে ১২ ঘণ্টার মাথায় কাপ্তাই সড়কে জেলা প্রশাসন নিরাপত্তা দিয়ে গাড়ি চালানোর আশ্বাসে ৪৮ ঘন্টার ধর্মঘট প্রত্যাহার করে নিলেন পরিবহন নেতারা। মূলত জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পরই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। এ সময় সংগঠনের পক্ষ থেকে উত্থাপন করা চার দফা দাবিও বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের অনুরোধে আমরা আমাদের চলমান ধর্মঘট স্থগিত করে নিচ্ছি। যদি আমাদের গাড়িতে কোনো রকম হামলার শিকার হয় তাহলে আমরা আমাদের চলমান ধর্মঘটে যেতে বাধ্য হবো।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মধ্যে যে তিনটি প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত সেগুলোর বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক সংস্কার, নিহত-আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণসহ সড়কের শৃঙ্খলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, মামলা প্রত্যাহারের সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক বলেন, গাড়ি পোড়ানোর বিষয়ে যদি মামলা হয়ে থাকে সেটিও আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা হবে। এছাড়া সড়কে কোনো চাঁদাবাজি করা যাবে না। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের সহায়তাও থাকবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নোবেল চাকমা, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিনিধি, বিআরটিসির সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থি প্রমুখ।
গত ২২ এপ্রিল চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হন। এতে আহত হন আরও এক শিক্ষার্থী। ওই ঘটনার প্রতিবাদে টানা চারদিন সড়ক অবরোধ করেন চুয়েট শিক্ষার্থীরা। এ সময় ৩টি বাস পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার রাতে জরুরি বৈঠক করে রবিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালনের ডাক দেয় বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। যদিও ওই রাতেই তিনটি পৃথক সংগঠন ধর্মঘট প্রত্যাখ্যান করে।
চাটগাঁ নিউজ/এসএ