চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

Facebook
WhatsApp
Twitter
Print

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত মনোয়ারা বেগম নামে ৪৬ বছর বয়সী এক নারী মারা গেছেন। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫২ রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে গত ১ আগস্ট আলম আরা বেগম নামে এক নারীর মৃত্যুর খবর দেয় জেলা স্বাস্থ্য বিভাগ।

ডেঙ্গুতে মারা যাওয়া মনোয়ারা বেগম সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। তিনি গত ৩০ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি হন। ২ আগস্ট তিনি মারা যান। এ নিয়ে এবছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৫২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৭ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন।

Scroll to Top