চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
চট্টগ্রামে যেসব প্রার্থী জাতীয় পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন, তারা হলেন—
চট্টগ্রাম-১ (মিরসরাই) : এমদাদ হোসেন চৌধুরী।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) : শফিউল আজম চৌধুরী।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) : এম এ সালাম।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) : দিদারুল কবির।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) : ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
চট্টগ্রাম-৬ (রাউজান) : শফিউল আলম চৌধুরী।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) : মুসা আহমেদ রানা।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) : সিরাজুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) : সানজিদ রশীদ চৌধুরী।
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) :
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) :
চট্টগ্রাম-১২ (পটিয়া) : নুরুচ্ছফা সরকার।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) : আব্দুর রব চৌধুরী।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) : আবু জাফর মো. ওলিউল্ল্যাহ।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) : মো. সালেম।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) : মাহমুদুল ইসলাম চৌধুরী।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) : খোসনে আরা।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) : মাহমুদুল করিম।
কক্সবাজার-৩ (সদর-রামু) : এডভোকেট মো. তারেক।
কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) : নুরুল আমিন সিকদার ভুট্টু।
পার্বত্য খাগড়াছড়ি : সোলায়মান আলম শেঠ।
পার্বত্য রাঙ্গামাটি : হারুনুর রশীদ মাতুব্বর।
পার্বত্য বান্দরবান : এটিএম শহীদুল ইসলাম।