চাটগাঁ নিউজ ডেস্ক : জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রাম এর মতবিনিময় সভা আজ ২০ জুন নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বৌদ্ধ ফোরাম নেতা আনন্দ বোধি ভিক্ষুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক সাথী উদয় কুসুম বড়ুয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব পার্থ প্রতিম বড়ুয়া অপু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাথী উদয় কুসুম বড়ুয়া বলেন, “বিএনপি একটি অসাম্প্রদায়িক চেতনার দল। এই দলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর আদর্শে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বদ্ধ পরিকর।” প্রধান বক্তার বক্তব্যে পার্থ প্রতিম বড়ুয়া অপু বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই বললেই চলে। জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধে শামিল। গণতন্ত্র মুক্ত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে বৌদ্ধ ফোরাম।
মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- বৌদ্ধ ফোরাম নেতা উজ্জ্বল বড়ুয়া, সমীরণ বড়ুয়া, মিঠু বড়ুয়া, পমপম বড়ুয়া, বাবলু বড়ুয়া, সত্যজিৎ, বড়ুয়া রুপু, রয়েল বড়ুয়া, টিটু বড়ুয়া, সুশান্ত বড়ুয়া, জিকু বড়ুয়া, রানা বড়ুয়া, শুভ বড়ুয়া, লিংকন বড়ুয়া, মানব প্রিয় বড়ুয়া বাদশা প্রমুখ।
চাটগাঁ নিউজ/এসআইএস