পড়া হয়েছে: ৫৯
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে ৩৫ লিটার চোলাই মদসহ ইলিয়াস (৫০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনগত রাত সোয়া ১০টার দিকে বন্দর থানার মাইজপাড়া হাসান ফকিরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার ইলিয়াস ওই এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাইজপাড়া এলাকা থেকে মাদক কারবারি ইলিয়াসকে ৩৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও দুইটি মাদক মামলা পাওয়া যায়। চোলাই মদ উদ্ধারের ঘটনায় নতুন আরেক মামলা হয়েছে বলেও জানান ওসি।