চট্টগ্রামে চিন্ময়ের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের

আদালত প্রাঙ্গণে সংঘর্ষ

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে হত্যাচেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছেন এনামুল হক নামে এক ব্যবসায়ী। যিনি নিজেকে হেফাজতে ইসলামের কর্মী দাবি করেছেন।

রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর ছিদ্দিকের আদালতে এনামুল হক বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে অন্তত ৪ শ’ থেকে ৫ শ’ জনকে। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

বাদী এনামুল হক বলেন, ‘গত ২৬ নভেম্বর ব্যক্তিগত কাজে আদালত প্রাঙ্গণে আসি। এ সময় পুলিশের সাথে ইসকন ও চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষের সময় ইসকনের অনুসারীরা ‘‘মোল্লা মোল্লা’’ বলে হত্যার উদ্দেশ্যে আমাকে আঘাত করে। চিন্ময় এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে তাঁকে প্রধান আসামি করা হয়েছে।’ এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান বাদী এনামুল হক।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম জানান, আদালত মামলার আবেদন শোনার পর তা মামলা হিসেবে গ্রহণ করেছেন। মামলাটি আদেশের অপেক্ষায় রাখা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top