পড়া হয়েছে: ৩২
নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের দুইদিন পর চট্টগ্রামের হালিশহর থানাধীন ছোটপুল পাঁচতলা এলাকা থেকে আব্দুল (০৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার শফিক সাহেবের কলোনির পাশের খালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মৃত আব্দুল একই এলাকার মো. কামালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মৃত অবস্থায় এক শিশুর লাশ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।