পড়া হয়েছে: ৩৫
নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রামের কালুরঘাট এলাকার একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৪০টি ঘর পুড়ে গেছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল রাজ্জাক জানান, দুপুর ১টার দিকে ঐ বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে। তবে, এর আগেই বস্তির ৪০টি ঘর পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।