ঈদগাঁও প্রতিনিধি: কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতিক বলেছেন, চকরিয়া-পেকুয়া সন্ত্রাস-দখলবাজ, অস্ত্রবাজের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কোন শ্রেণীর মানুষ শান্তিতে নেই। আগামী ৭ জানুয়ারী অনুষ্টিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আমাকে বিজয়ী করলে চকরিয়া-পেকুয়াকে শান্তির নগরীতে পরিণত করবো। দখলবাজের খপ্পরে পড়া ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা করবো।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনায় আমি কক্সবাজার-১ আসনে নির্বাচনে অংশ নিয়েছি। আমার পক্ষে কাজ করছেন জেলা, উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন সহ আপামর জনতা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিম চকরিয়ায় একাধিক পথসভায় বক্তব্য রাখেন। বরইতলীর পহরচাঁদা স্কুল মাঠে সেলিম উল্লাহ বাহাদুরের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি।
এছাড়াও আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামীলীগ নেতা জিয়া উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, প্রফেসর আ.ক.ম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল করিম সাঈদী, পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু,সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা এস.এম আলমগীর হোসাইন, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আতিক উদ্দিন চৌধুরী, আওয়ামলীগ নেতা অ্যাডভোকেট ফয়জুল কবির, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও আওয়ামীলীগ নেতা তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, চকরিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মারুফ আদনান রুবেল, আকিত হোসাইন আকিত প্রমুখ।
এদিকে, সন্ধ্যা ৭টায় কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগরে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিনের নেতৃত্বে ও রাত ৮টায় পৌরসভার কাহারিয়াঘোনায় মেয়র আলমগীর চৌধুরী ও প্রফেসর আ.ক.ম গিয়াস উদ্দিনের নেতৃত্বে পৃথক আরও দুটি পথসভায় বক্তব্য রাখেন হাতঘড়ি প্রতিকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক।