পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়ায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পেকুয়া উপজেলা প্রশাসন। খোলা হয়েছে ১১৮টি আশ্রয় কেন্দ্র। প্রস্তুত রাখা হয়েছে আনসার ভিডিপি, পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে। ঘূর্ণিঝড় রেমালের ৯ নং মহাবিপদ সংকেত প্রচারে কাজ করছে সিপিপির পেকুয়া উপজেলা ইউনিটের ৯০০ জন সদস্য।
সকাল থেকে ঝড়টির প্রভাবে পেকুয়ায় গুড়িগুড়ি বৃষ্টি ও হালকা বাতাস বয়ে যাচ্ছে। ছোট-বড় নৌযানগুলো নিরাপদস্থানে আশ্রয় নিয়েছে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসন্ন ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। পাহাড়ে ঝুকিপূর্ণদের সরিয়ে নিতে কাজ চলমান আছে। ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার অভিযানের জন্য তারা প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা।
চাটগাঁ নিউজ/সুমন/এসএ