পড়া হয়েছে: ৪৫
বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম বোরহান উদ্দিন।
সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী কমিটির অনুমোদন দেন।
জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত ৩৯ এর আলোকে এডহক কমিটি আগামী ৬ মাস কার্যকর থাকবে। কমিটিতে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)এস এম খসরু পারভেজ পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত সাইফুল্লাহ খালেদ চৌধুরী (অভিভাবক প্রতিনিধি) ও জেলা শিক্ষা অফিসার মনোনীত বিপ্লব সরকার (শিক্ষক প্রতিনিধি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।