গাজীপুরে শ্রমিক বিক্ষোভে দুই মহাসড়ক বন্ধ

সিপ্লাস ডেস্ক: গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় বুধবার বিকেলে ছুটির পর মহাসড়ক অবরোধ করে আবার বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকেরা। ফলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে গেছে, চলছে না যানবাহন।

মহাসড়কে অবস্থানকালে রাস্তার দুই পাশের বিভিন্ন কারখানায় ঢিল ছুড়ে ভাঙচুর করেন শ্রমিকেরা। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ কাঁদানেগ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পাঁচজন পুলিশ সদস্যের আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে  সকাল থেকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে নগরের কোনাবাড়ী, জরুন, বাইমাইলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। কোনাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আঞ্জুয়ারা খাতুন (৩০) নামের এক নারী পোশাকশ্রমিক নিহত হন। এরপর জেলার কোথাও শ্রমিক বিক্ষোভের কথা শোনা যায়নি।

শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, বেতন বাড়ানোর দাবিতে ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে আসছিলেন শ্রমিকেরা। এরপর গতকাল মঙ্গলবার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু এতে সন্তুষ্ট নন শ্রমিকেরা। এ জন্য আবার তাঁরা আন্দোলনে নেমেছেন।

Scroll to Top