গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে বিএনপি ঐক্যবদ্ধ: মীর হেলাল

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রূখে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা বাড়িঘোনা এলাকায় বিএনপি আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের কোন উন্নয়ন কাঠামোই আওয়ামী সরকারের ধ্বংস-লীলার হাত থেকে রেহাই পায়নি। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে একটি আধুনিক বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধ পরিকর।

তিনি বলেন, বিএনপি ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। জনগণ‌ই হলো বিএনপির শক্তি আর জনগণের কল্যাণের জন্য‌ই বিএনপির রাজনীতি।

ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিজের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য আয়ুব খান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব, শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মোদাচ্ছের শাহ, উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম টিটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন বাদল, বুড়িশ্চর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক, গড়দুয়ারা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বাদশা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top