চাটগাঁ নিউজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের খোঁজ মিলেছে।
বুধবার (২৪ জুলাই) বিকেলে আসিফ মাহমুদ নিজেই তার ফেসবুক পেজে এ তথ্য দেন।
তিনি ফেসবুকে লেখেন, আমি আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।
গত শুক্রবার ১৯ জুলাই রাত ১১ টায় আমাকে হাতিরঝিলের, মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয়ার জন্য আমাকে চাপ দেয়া হয়। না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই চার/পাঁচদিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। বুধবার (২৪ জুলাই) সকাল ১১ টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়৷
এখন আমি পরিবারের সঙ্গে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছি৷ এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সঙ্গে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো।
চাটগাঁ নিউজ/এআইকে