খুলশীতে ২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক :  দীর্ঘ ২২ বছর পর নগরীর খুলশী থানাধীন লালখান বাজার সামসি কলোনি থেকে ৫ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামি মো. মাহবুবুল আলমকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।

গতকাল ২০ জানুয়ারি সোমবার বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় মো. আজিজুল্লাহ ইমন নামে এক শিক্ষার্থীকে জোর করে ট্যাক্সিতে তুলে অপহরণের চেষ্টা চালায় মো. মাহবুবুল আলম ও আব্দুল কুদ্দুস। তারা হাতে ছুরি নিয়ে তাকে গাড়িতে তুলতে চাপ দিতে থাকে। এসময় ইমন চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হয়ে মো. মাহবুবুল আলম ও আবদুল কুদ্দুসকে আটক করে রেলওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। কিন্তু আদালত তাদেরকে জামিন দিয়ে দেয়। এরপর ২০০৩ সালের ২৯ এপ্রিল আদালত সাজা ঘোষণা করে। এতে আসামি মো. মাহবুবুল আলমকে ৫ বছর কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজা ঘোষণার পর থেকে আসামি পলাতক ছিলেন। পরবর্তীতে আওমালী লীগ সরকার ক্ষমতায় আসলে নিজেকে আওয়ামী লীগ নেতা দাবি করে এলাকায় প্রভাব বিস্তার করতে থাকেন এবং নানা অপকর্মে জড়িয়ে পড়েন। তবে নানা কুটকৌশলে তিনি ধরা ছোঁয়ার বাইরে থাকেন। এরপর গত আগস্টে সরকার পরিবর্তনের পর খোলস পাল্টে নিজেকে বিএনপি সমর্থক দাবি করে স্থানীয় এক ছিঁচকে নেতাকে ব্যবহার করে আবারও বিভিন্ন অপকর্ম করে চলেছেন বলে অভিযোগ।

খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, আমরা আসামি মোহাম্মদ মাহবুবুল আলমকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top