খুলশীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী সাদমান ছামিদুর রহমান (১৭) ষোলশহর আল মাদানি সড়কের ওবায়দুর রহমানের ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ভোরে টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছি।

এতে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যানের সামনে ওই ব্যক্তি লাফ দেয়। কাভার্ড ভ্যানটি তাকে টেনে কিছু দূরে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top