সিপ্লাস ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে ‘অতি গুরুত্বপূর্ণ’ সংবাদ সম্মেলন স্থগিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১৪ আগস্ট) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের প্রেস রুমে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এ বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
গত ১০ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। সেদিনই চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে ১২ আগস্ট মির্জা ফখরুল বলেন, বোর্ডের চিকিৎসকরা খুব উদ্বিগ্ন। তারা মনে করছেন যে, দেশনেত্রীকে যদি অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হয় তাহলে শেষ পর্যন্ত ঢাকায় বা বাংলাদেশে তার চিকিৎসা সম্পূর্ণভাবে সম্ভব হবে কি না তারা এখনো নিশ্চিত নন। তাই তারা বারবার বলেছেন, তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত। গতকালও তাদের সঙ্গে আলাপকালে তারা এ কথা বলেছেন যে, তাকে বিদেশে পাঠানো খুবই দরকার।