খাতুনগঞ্জে কমেছে পেঁয়াজের দাম

দাম

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। মূলত ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে।

বুধবার (২০ মার্চ) সকাল থেকে দাম কমতে শুরু করে। সকালে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারিতে পেঁয়াজে কেজিপ্রতি ১৫ টাকা পর্যন্ত দাম কমেছে।

 

৫০ হাজার টন পেঁয়াজ আসছে ভারত থেকে

বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমন খবরে দাম কমতে শুরু করেছে। আজ দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়, যা গতকাল বিক্রি হয়েছিল ১০০ টাকায়। এ ছাড়া দেশি মেহেরপুরী পেঁয়াজ কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। কেজিপ্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। যা সোমবার সকালে বিক্রি হয় ১০৫ টাকা করে।’

এদিকে, পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। নগরীর আতুরার ডিপো কাঁচা বাজারে আজ খুচরায় প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়, দেশি পেঁয়াজ ১০০ টাকা এবং মেহেরপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ৭৫ টাকায়।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top