খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপকে গ্রেপ্তার

নিন্দা ও প্রতিবাদ সাংবাদিক সমাজের

চাটগাঁ নিউজ ডেস্ক: মারামারি, ভাংচুর, অগ্নিসংযোগের ৫ মামলায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে সদর থানার সামনে থেকে তাকে প্রথমে আটক করা হয়।

পরে সাংবাদিক প্রদীপ চৌধুরীকে ৫ আগস্ট পরবর্তী হওয়া ৫ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা। তিনি বলেন, তার বিরুদ্ধে মারামারি, ভাংচুর ও অগ্নিসংযোগের ৫টি মামলা রয়েছে।

এদিকে প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত দেড় থেকে দুই মাসের মধ্যে খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। যা উদ্দেশ্যমূলক, সাজানো ও কল্পনাপ্রসূত। এগুলো বিশেষ মহল করিয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না।

বিবৃতিতে সাংবাদিক প্রদীপ চৌধুরীকে দ্রুত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়া ঢাকা-চট্টগ্রামের প্রতিথযশা বেশ কয়েকজন সাংবাদিক প্রদীপ চৌধুরীর গ্রেপ্তারে নিন্দা জানান ও দ্রুত এই মিথ্যা মামলা থেকে তার মুক্তির কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন।

 

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top