পড়া হয়েছে: ৩৩
চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের দাতকুপিয়া এলাকায় পানিতে ডুবে ১১ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে কমলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দাতকুপিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুনীল চাকমা। তবে পানিতে ডুবে মৃত কিশোরের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
ইউপি চেয়ারম্যান বলেন, স্থানীয়রা আমাকে নিশ্চিত করেছেন দাতকুপিয়া এলাকায় পানিতে ডুবে এক কিশোর মারা গেছে। ওই এলাকায় জমিতে সেচ দেওয়ার জন্য একটি বড় নালাতে বাঁধ দিয়ে সেচ নালা তৈরি করা হয়। ওই সেচনালার জমিতে ডুবে ওই কিশোরের মৃত্যু হয়েছে।
চাটগাঁ নিউজ/এমআর