খাগড়াছড়িতে ‘ধর্মের ভাই’ বলে অপহরণ, গ্রেফতার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য খাগড়াছড়িতে ‘ধর্মের ভাই’ সম্বোধন করে কৌশলে এক ব্যক্তিকে অপহরণ করেছে একটি চক্র। জেলার দীঘিনালার বোয়ালখালি ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী (চিটিং টিলা) এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে দীঘিনালা থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, নেত্রকোনার বারহাট্টা থানার উজানগাঁও গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার বিকেলে তার স্বজন মোঃ ফারুকের বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে দীঘিনালায় আসেন। এ সময় ফারুকের মোবাইল বন্ধ পাওয়ায় কয়েকজনের কাছে ফারুকের ঠিকানা জানতে চায়। এ সময় সহিদুল হোসেন (৪০) নামে একজনের সাথের তার পরিচয় হয় এবং সে মিজানুর রহমানকে তাৎক্ষণিক ‘ধর্মের ভাই’ বলে কৌশলে তার বাসায় নিয়ে যায়।

এরপর রাতের খাওয়া দাওয়া শেষে মিজানকে রাতে ঘুমানোর ব্যবস্থাও করে দেয় চক্রটি। সকাল ৭ টায় ঘুম ভাঙার পর মিজানুর চলে যেতে চাইলে সহিদুলসহ আরো ৫ জন মিলে মারধর করে। অপহৃতের পরিবারের সাথে যোগাযোগ করে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এমনকি পুলিশকে জানালে মেরে ফেলারও হুমকি দেয়।

দীঘিনালা থানার ওসি মো জাকারিয়া বলেন, অপহৃত মিজানুরের পরিবার আমাদের সাথে যোগাযোগ করে। মোবাইল নাম্বারের লোকেশন সনাক্ত করে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে ভিকটিমকে উদ্ধার করতে সমর্থ হই আমরা।

এ সময় মো. রফিক (৩০) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। বাকি আসামিরা কৌশলে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

 

Scroll to Top