পড়া হয়েছে: ২৮
নিজস্ব প্রতিবেদক : বিষ্ফোরণ ও আগুনে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার ‘বাংলার জ্যোতি’কে কর্ণফুলী ড্রাইডকে আনা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের একজন চালকের মাধ্যমে জাহাজটি কর্ণফুলী ড্রাইডকের ১ নম্বর জেটিতে নেওয়া হয়। এর আগে ট্যাঙ্কারটিতে থাকা ইস্টার্ন রিফাইনারির আমদানি করা অপরিশোধিত তেল খালাস করা হয়।
১৯৮৭ সালে ডেনমার্কে তৈরি ‘বাংলার জ্যোতি’ জাহাজটি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিপিং করপোরেশনের (বিএসসি)। গত সোমবার চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর ডলফিন জেটির অদূরে নোঙর অবস্থায় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে জাহাজে থাকা তিন কর্মকর্তা-কর্মচারী নিহত হন। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে আহত একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
চাটগাঁ নিউজ/উজ্জ্বল/এসএ