চাটগাঁ নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.মো.আবু জাফর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন। শনিবার (১১ জানুয়ারি) সকালে তিনি পরিদর্শনে যান।
মহাপরিচালক এ সময় বহির্বিভাগ, আন্তঃবিভাগ, রেডিয়েশন রুম, প্যালিয়েটিভ কেয়ার বিভাগসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন। তিনি বহির্বিভাগ ও আন্তঃবিভাগে রোগীদের কাছ থেকে তাদের চিকিৎসার সার্বিক অবস্থার খোঁজখবর করেন। হাসপাতালের সেবার সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।
তবে রেডিয়েশন যন্ত্রটি অচল থাকার কারণে সাময়িকভাবে চিকিৎসার ব্যাঘাত হওয়ার ব্যাপারে মহাপরিচালককে অবগত করা হয়।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ড. মো. জাহাঙ্গীর কবির জানান, ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন স্থাপিত দুটি রেডিয়েশন যন্ত্র কার্যকর হলে দ্রুতই চিকিৎসা কার্যক্রম শুরু হবে। এছাড়া আরও দুটি প্রয়োজনীয় যন্ত্র দ্রুত সময়ের মধ্যে মেরামত করার কার্যক্রম চলমান রয়েছে।
মহাপরিচালকের সঙ্গে এসময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান, পরিচালক এমআইএস ডা. শাহ আলী আকবর আশরাফী, ক্যানসার ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীর, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, মেডিক্যাল অনকোলজি-সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
মহাপরিচালক এসময় প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং একইসঙ্গে অন্যান্য কার্যক্রম কীভাবে আরও বেগবান করা যায়, সে ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। পরবর্তীকালে তিনি রেডিয়েশন বিভাগে স্থাপিত নতুন যন্ত্রগুলোও পরিদর্শন করেন।
চাটগাঁ নিউজ/ইউডি