কোন দলীয় পরিচয়ে কাজ হবে না : মেজর শওকত

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মেজর শওকত বলেছেন, কোন রাজনৈতিক দলীয় পরিচয়ে কাজ হবে না, কাজ হবে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনায়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা) বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

মেজর শওকত বলেন, বোয়ালখালীর আইনশৃঙ্খলা বিঘ্নিত ও নিয়ন্ত্রণে বিভিন্ন কথার উদ্ধৃতি দিতে গিয়ে বলেছেন- সবাইকে খেয়াল রাখতে হবে “কোন রাজনৈতিক দলীয় পরিচয়ে কাজ হবে না, কাজ হবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনুস এর দিক নির্দেশনায়।

তিনি আরও বলেছেন- সরকারী সেবা পেতে কখনো প্রতারণা হবার প্রয়োজন নেই, যথাযত নিয়মেই সকল ধরনের সেবা পেতে সবাইকে সচেষ্ট হতে হবে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসার সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি তদন্ত মো. খাইরুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. হাসানুল করিম, কৃষি অফিসার আতিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুল হক, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) অধীর বড়ুয়া, সভাপতি এস এম মোদাচ্ছের, করলডেঙ্গা ইউপির চেয়ারম্যান হামিদুল হক মান্নান , শামশুল আলম, মো. বেলাল হোসেন, মো. জসিম উদ্দিন, শফিউল আজম শেফু, কাজল দে, হোসনেরা বেগম, গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খসরু আলম, জেলা ছাত্র সমন্বক মোহাম্মদ শাকিল, স্টুডেন্ট ওয়েল ফেয়ার উপদেষ্টা মো. হেলাল।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এআইকে

Scroll to Top