পড়া হয়েছে: ৪৩
চাটগাঁ নিউজ ডেস্ক : চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহত পরিবহন শ্রমিক আবদুল মজিদ (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
আবদুল মজিদের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তবে তিনি চাঁদপুরে একটি গণপরিবহনের সহকারি হিসেবে কাজ করতেন।
গতকাল শুক্রবার (২৬ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবদুল মজিদ চাঁদপুরে একটি গণপরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় আবদুল মজিদের শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।
চাটগাঁ নিউজ/এআইকে