পড়া হয়েছে: ৯৩
কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকাধীন কয়লার ডিপো এলাকার সুজন দাশের (পিতা মৃতঃ মুক্তিযোদ্ধা নির্মল দাশ) টিন ও কাঠ দ্বারা নির্মিত একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার ( ৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নীলকান্ত মল্লিক। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘর ও ঘরের আসবাবপত্র সহ সব কিছু পুড়ে যায়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ লক্ষ টাকা পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান ইউপি সদস্য নীলকান্ত মল্লিক।
চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ