পড়া হয়েছে: ২৮
চাটগাঁ নিউজ ডেস্ক: কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন মৃত্যুর তথ্য জানিয়েছে।
টেলিভিশনে প্রচারিত রাজকীয় আদালতের বিবৃতিতে বলা হয়েছে, গভীর দু:খ ও বেদনা নিয়ে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে শোক সংবাদ প্রকাশ করছি।
শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত মাসে স্বাস্থ্যগত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন কুয়েত আমির।