পড়া হয়েছে: ১১
চাটগাঁ নিউজ ডেস্ক : হাটহাজারী থানার মামলার কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.দুলালকে আটক করেছে র্যাব-৭। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে হাটহাজারীর কুয়াইশ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। মো.দুলাল (৫০) উত্তর বুড়িশ্চর এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন বলেন, কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.দুলাল কুয়াইশ রোড এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে দুলাল ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি বলে স্বীকার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন