পড়া হয়েছে: ৩৩
কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই লেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের আইনের ৪(ক) এবং ৫ (ক) ধারা লঙ্ঘন এর অপরাধে ২৫০০ মিটার কারেন্ট জাল ও ৫০০ মিটার সুতা জাল জব্দ করা হয়েছে এবং জব্দকৃত জাল গুলো পুড়িয়ে জনসম্মূখে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান, বিএফডিসির ব্যবস্থাপক মাসুদ আলম ও নৌ পুলিশ এর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।