কাপ্তাই প্রতিনিধি: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার, কারিগরি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পথ প্রশস্ত করা, ইন্ডাস্ট্রি সমূহে শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষতা অর্জন ও উদ্ভাবনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার জন্য “স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানের আলোকে সারাদেশের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সমূহে (১৪-১৮) জুন অনুষ্ঠিত হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ।
তারই ধারাবাহিকতায় বুধবার (১৪ জুন) সকালে শিক্ষা সপ্তাহের উদ্বোধনী দিনে রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই) এ অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই এর অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন সহ কাপ্তাই বিএসপিআই এর বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সহ নানা শ্রেণির ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশে কারিগরি শিক্ষার ভূমিকা এবং তাৎপর্য সম্পর্কে উপস্থিত শিক্ষার্থী এবং অভিভাবক দের মাঝে বিভিন্ন দিক-নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।