কাপ্তাই দুধপুকুরিয়া অভয়ারণ্যে অজগর অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই রাইখালী রেঞ্জের ডংনালা-রাঙ্গুনিয়া সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা একটি বার্মিজ অজগর সাপ দুধপুকুরিয়া অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার করা অজগরটির ওজন ১২ কেজি এবং ১১ ফুট লম্বা।

বুধবার (১৪ আগষ্ট) বিকালে সাপটি অবমুক্ত করা হয়।

রাইখালী রেঞ্জে কর্মরত বন প্রহরী মো. হাসান জানান, ঘটনার দিন বেলা প্রায় ১২টার সময় খবর আসে পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী রেঞ্জের ডংনালা-রাঙ্গুনিয়া সীমান্ত এলাকায় জনৈক নয়ন দাশের বাড়ির জালে একটি অজগর আটকে আছে। খবর পেয়ে রাইখালী ইআরটি টিমের সভাপতি মো. রহমতুল্লাহ, রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে অবহিত করলে তারই নির্দেশে রাইখালী রেঞ্জ ও বাঙ্গালহালিয়া বিট কাম স্টেশনের সকল কর্মচারীদের নিয়ে ওই এলাকা থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

এরপর কাপ্তাই বুধবার বিকেলে খুরুশিয়া রেঞ্জের আওতাধীন দুধপুকুরিয়া অভয়ারণ্যে অজগর সাপটি অবমুক্ত করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top