পড়া হয়েছে: ৭
কাপ্তাই প্রতিনিধি: গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেন, তথ্য অফিস সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করে থাকে। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তথ্য অফিস সরকারের যাবতীয় প্রচার কাজ প্রচার করে থাকে।
তিনি শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার তথ্য অফিস পরিদর্শনে এসে একথা বলেন।
তিনি আরোও বলেন— যখন বেতার, টেলিভিশন চালু হয় নাই, তখন হতে গণযোগাযোগ অধিদপ্তর জনগণের দৌঁড় গৌঁড়ায় গিয়ে সরকারের তথ্য পৌঁছে দিয়েছে। বর্তমানে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে গণযোগাযোগ অধিদপ্তর আধুনিক কলা কৌশল ব্যবহার করে জনগণকে তথ্য দিয়ে আসছেন।
এসময় কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, মহাপরিচালক এর ব্যক্তিগত সহকারী মো: আরিফ সহ তথ্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/জেএইচ