কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ১১ প্রার্থীর

কাপ্তাই প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের ১ম ধাপে কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা করার সর্বশেষ সময়ে তাদের মনোনয়ন জমা হয়েছে বলে জানাই উপজেলা কর্তৃপক্ষ।

মনোনয়নপত্র জমা দেওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কাপ্তাই উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা এবং সাবেক জাতীয় দলের কৃতি ফুটবলার ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাপ্তাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য সুইপ্রু মারমা, কাপ্তাই উপজেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বাবু এবং চাষী কামাল

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাপ্তাই উপজেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ পপি এবং রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক বিউটি হোসেন

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top