পড়া হয়েছে: ১০
কাপ্তাইয় প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর মুরগী টিলায় ৫০ জন গ্রামীন মহিলা নিয়ে রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীন কাপ্তাই তথ্য আপা এই উঠান বৈঠক এর আয়োজন করেন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান। কাপ্তাই তথ্যসেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা এতে সভাপতিত্ব করেন।
উঠান বৈঠকে সরকারি বিভিন্ন ভাতা, জম্ম মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হয়। এসময় অংশগ্রহনকারী ৫০ জন মহিলাকে ১০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।