কাপ্তাইয়ে ৪৫তম বিজ্ঞান মেলা সমাপ্ত

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ২ দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ৩ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠাণ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি, কাপ্তাই হর্টিকালচার সেন্টারের  উদ্যান তত্ত্ববিদ  রাশেদুজ্জামান ইমরান।

দুই দিনব্যাপী ৪৫ তম এ বিজ্ঞান মেলায় কাপ্তাই উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নতুন নতুন আবিষ্কার উপস্থাপন করেন।

 

চাটগাঁ নিউজ/এমএসআই

Scroll to Top