কাপ্তাইয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে নানা আয়োজন

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল  দিবস পালন করা হয়েছে।

এ বছর দিবসটি প্রতিপাদ্য হলো ” শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়”।

দিবসটি উপলক্ষে  বুধবার (১৮ অক্টোবর) সকাল  সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ” শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার ( ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এর  সভাপতিত্বে এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড: এনামুল হক হাজারী , কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক কমান্ডার  শাহাদাত হোসেন চৌধুরী এবং বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।

পরে পুরস্কার বিতরণ এবং  উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে  দিবসটি পালন উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে সর্বস্থরের পুষ্পস্তবক অর্পণ এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা,   স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্থরের অংশগ্রহনে  বর্ণাঢ়্য র‍্যাালী অনুষ্ঠিত হয়।

এদিকে শেখ রাসেল দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে শেখ রাসেল কে নিয়ে নির্মিত তথ্য চিত্র প্রর্দশন করা হয়।

Scroll to Top