কাপ্তাইয়ে জঙ্গীবাদ, মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে সচেতনতামুলক সভা

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের সহযোগিতায় এবং বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা  কাদেরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব।

এসময় তিনি বলেন, জঙ্গীবাদ কখনো সঠিক পন্থা হতে পারে না, প্রত্যেক ধর্মে শান্তির কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা হলো জাতির ভবিষ্যৎ কান্ডারী, তাই শিক্ষার্থীরা অবশ্যই জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও সন্ত্রাস হতে অবশ্যই দূরে থাকবে। তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে।

সচেতনামূলক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন, ওসি ( তদন্ত) নূরে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খোরশেদুল আলম কাদেরী এবং কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন।

সভায় শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং থানা পুলিশ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Scroll to Top