কাপ্তাইয়ে খামারীদের মাঝে নগদ অর্থ ও উপকরণ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাসচাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে নগদ অর্থ ও প্রকল্পের সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে কাপ্তাই উপজেলা এসিল্যান্ড অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:  বরুণ কুমার দত্ত, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে সর্বমোট ৪০ জনকে নির্বাচন করা হয়েছে। আজকে ১০  জন উন্নত জাতের ঘাস প্রর্দশনী খামারিকে জনপ্রতি ৫ হাজার টাকা করে সর্বসোট ৫০ হাজার টাকা এবং প্রকল্পের সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।

Scroll to Top