কাপ্তাইয়ে অটোরিকশার ওপর গাছ ভেঙে চালকসহ আহত ৩

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাইয়ের সীতারঘাট এলাকায় প্রাকৃতিক ঝড়ের কবলে পড়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ধুমরে মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চালকসহ অজ্ঞাতনামা আরও ২ যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকাল সাড়ে ৩ টায় ঘটনাটি ঘটে বলে জানান লিচুবাগান সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মো. ইয়াকুব।

তিনি জানান, আহত সিএনজি চালক লিচুবাগান সমিতির সদস্য। তিনি ৩ যাত্রী নিয়ে চন্দ্রঘোনা লিচুবাগান হতে কাপ্তাইয়ের দিকে যাবার সময় সীতারঘাট এলাকায় ঝড়ের কবলে পড়েন। এসময় একটি গাছ ভেঙে সিএনজির উপর পড়লে সিএনজি চালক ইলিয়াস সহ আরও ২ যাত্রী আহত হয়। যাত্রীদের আঘাত সামান্য হলেও সিএনজি চালক ইলিয়াসকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি আবুল কালাম চাটগাঁ নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সিএনজি টি উদ্ধার করেছে এবং সিএনজি টি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top