কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭ টি দোকান

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় সাত ব্যবসায় প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট হতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে এলাকার লোকজন ও বিএসপিআই শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, দ্রুত আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতি হয়েছে ৩ লাখ টাকা, আমরা উদ্ধার করেছি ১০ লাখ টাকার পণ্য।

তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top