কানাডা যেতে দেয়া হয়নি বিজিবির সাবেক ডিজিকে

চাটগাঁ নিউজ ডেস্ক:  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম ও তাঁর স্ত্রীকে কানাডা যেতে দেওয়া হয়নি। কানাডা যাওয়ার উদ্দেশ্যে আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর তিনি সস্ত্রীক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন।

এ সময় তাঁদের থামানো হয় বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা।

এই ব্যাপারে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান গোলাম রসুল বলেন, মইনুল ইসলাম কানাডার টরেন্টো যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। উনাকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। এরপর তিনি বিদেশে যাবেন। তাঁকে আটক করা হয়নি।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের পর বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান তিনি । পরবর্তী সময়ে বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি করা হয়। বাহিনীটির ইউনিফর্মেও পরিবর্তন আনা হয়। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম ২৮ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০১০ সালের ৯ মে পর্যন্ত তৎকালীন বিডিআরের মহাপরিচালক ছিলেন। মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই। বর্তমানে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

চাটগাঁ নিউজ/ইউডি  

 

Scroll to Top